কুলাউড়ায় এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা প্রধান

কুলাউড়ায় এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা প্রধান
মিছবাহ উদ্দিনঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মাও:আমিনুল ইসলাম বলেছেন, আজকের মেধাবীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে। যদিও বাংলাদেশে মেধাবী নাগরিকের অভাব নেই। কিন্তু নৈতিকতা সম্পন্ন মেধাবী নাগরিকের অভাব প্রকট। মেধা ও নৈতিকতার সমন্বয় ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। স্বাধীনতার এত বছর পরেও বাংলার বুকে নির্যাতিত, নিপিড়িত, ক্ষুধার্ত মানুষের হাহাকার মুছে যায়নি। অথচ আমাদের রয়েছে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ, বিশাল জনশক্তি ও মেধাবী নাগরিক। কিন্তু নৈতিকতাহীন নেতৃত্ব ও দায়িত্বহীনতার কারণে দেশের মানুষ তাদের অধিকার থেকে চরম ভাবে বঞ্চিত হচ্ছে। ফলে যেখানে প্রতিদিন এগিয়ে যাবার কথা ছিল সেখানে প্রতিদিনই আমরা পিছিয়ে যাচ্ছি। এতে সুবিদাবাদীদের স্বার্থ উদ্ধার হলেও হতাশ ও ক্ষুদ্ধ দেশ প্রেমিক জনগণ। আজকের মেধাবীদের এই হতাশা মুছে দেয়ার দায়িত্ব নিতে হবে।

তিনি মেধাবীদের উদ্যেশ্যে বলেন, দেশ দূর্নীতি আর অপশাসনে গ্রাস করলেও আমরা হতাশ নই। আজকের মেধাবীদের সাফল্য আমাদেরকে আশান্বিত করেছে। ছাত্রশিবির জাতিকে মেধা ও নৈতিকতা সম্পন্ন দেশ উপহার দিতে বাংলার প্রতিটি জনপদে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু যোগ্য নাগরিকই নয় বরং দুনিয়া ও আখিরাতে সফল মানুষ গড়তে ছাত্রশিবিরের প্রচেষ্টা অব্যাহত আছে। আর জাতি এমন নাগরিকই প্রত্যাশা করে। দুনিয়া ও আখিরাতের সফল একজন মানুষ হিসেবে গড়ে তুলতে ছাত্রশিবিরের প্রচেষ্টার সাথে হাত মিলিয়ে সহযোগিতা করতে আমরা মেধাবীদের প্রতি আহবান জানাচ্ছি।

কুলাউড়া উপজেলা শিবির আয়োজিত ২০১৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে গতকাল শনিবার উপজেলার এক কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুলাউড়ায় এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা প্রধান
উপজেলা সভাপতি মেহেদী হাসান দিদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, কুলাউড়া পশ্চিম শাখার সভাপতি ইমরান আহমদ। প্রধান বক্তার বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় এইচ,আর,ডি সম্পাদক শাহীন আহমদ খান বলেন, ইসলামী ছাত্রশিবির একটি ন্যায়পরায়ণ সংগঠন, আমরা তোমাদের আহব্বান করছি ছাত্রশিবির করতে হবে এমনটি নয় বরং তোমাদেরকে সুসংগঠিত হয়ে সুন্দর চরিত্র গঠন করে সৎ দক্ষ দেশপ্রেমিক হতে হবে। তোমাদের যোগ্যতায় আমাদের বাংলাদেশ অর্জন করুক বিশ্বের বুকে একটি সমৃদ্ধ দেশ হিসাবে। এছাড়া আরো বক্তব্য দেন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, সাবেক জেলা সভাপতি হাফিজ তাজুল ইসলাম, কুলাউড়া জামায়াতের সেক্রেটারি আব্দুল মুন্তাজিম, শিবিরের জেলা সেক্রেটারি আব্দুল মুমিত, জেলা অফিস সম্পাদক কামরুল ইসলাম, সাবেক জেলা স্কুল কার্যক্রম সম্পাদক লুৎফুর রহমান, কুলাউড়া উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সেক্রেটারি সুলতান আহমদ চৌধুরী, কুলাউড়া শিবিরের পৌর থানা সভাপতি আব্দুল মুহিত, কুলাউড়া উত্তর ভূকশিমইল থানা সভাপতি আলাউদ্দিন, কুলাউড়া দক্ষিণ রবির বাজার থানা সভাপতি আব্দুল হালিম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post