ধর্ষণ চেষ্টার মামলায় জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যানের জামিন

ধর্ষণ চেষ্টার মামলায় জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যানের জামিন
স্টাফ রিপোর্টারঃ ধর্ষণ চেষ্টার মামলায় জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনিকে হাইকোর্ট ছয় মাসের আগাম জামিন প্রদান করেছেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিশোর রায় চৌধুরী মনি উপজেলার আমতৈল গ্রামের একটি বাড়িতে যান। একপর্যায়ে তিনি ওই বাড়ির এক কলেজছাত্রীকে (২৪) ধর্ষণের চেষ্টা চালান। পরে কলেজছাত্রীর চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে গেলে কিশোর রায় চৌধুরী পালিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
কিশোর রায় চৌধুরী রোববার (৬ জুন) হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন প্রার্থনা করেন। পরে শুনানি শেষে বিচারপতি মো. এমদাদুল হক ও আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ তাঁকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন প্রদান করেন। এছাড়া কেন তাঁকে স্থায়ী জামিন প্রদান করা হবে না-সেই মর্মে সরকারকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে রুল জারি করেন।
কিশোর রায় চৌধুরী মঙ্গলবার (৭ জুন) রাতে জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের প্রভাবশালী একটি পক্ষ তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কলেজছাত্রীকে ব্যবহার করে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে। ওই পক্ষের মদদে সন্ত্রাসীরা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সম্প্রতি তাঁর বাসায় হামলা চালায়।

Post a Comment

Previous Post Next Post