আমিন জাহানঃ কুলাউড়ায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। ৬ জুন সোমবার দুপুরে কুলাউড়া সার্কিট হাউজ হলরুমে কেক কাটার মাধ্যমে যায়যায়দিন পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। যায়যায়দিনের কুলাউড়া প্রতিনিধি মোয়াজ্জেম সাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম, পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামছুদ্দোহা পিপিএম, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া বিআরডিবি চেয়ারম্যান ফজলুর রহমান ফজলু, দি নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, মানবঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কামরাঙ্গা সম্পাদক কামরুল ইসলাম, সিলেটবাণী প্রতিনিধি আব্দুল আহাদ, প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক নাজমুল বারী সোহেল, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কুলাউড়ার আহ্বায়ক মোহাইমিন ইসলাম মাহিন, আশিকুল ইসলাম বাবু, প্রমুখ।