সৌদিতে ঈদ ৬ জুলাই

সৌদিতে ঈদ ৬ জুলাই
অনলাইন ডেস্কঃ ভৌগোলিক কারণে এবার রমজান মাস ৩০ দিনের হবে বলে মনে করছেন সৌদি আরবের বিশেষজ্ঞরা। তাদের মতে, সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে আগামী ৬ জুলাই বুধবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মহাকাশ বিজ্ঞান গবেষণাবিষয়ক আরব ইউনিয়নের সদস্য ড. খালেদ আল জাক জানান, তিনি এবং তার মতো অনেক গবেষকই মনে করেন এবার রমজান মাস ৩০ দিনের হবে। সে ক্ষেত্রে শাওয়াল মাস শুরু হবে আগামী ৬ জুলাই বুধবার। অর্থাৎ আগামী বুধবার সৌদিসহ আশেপাশের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হবে।
সৌদি গেজেটের খবরে খালেদ আল জাকের বরাত দিয়ে বলা হয়েছে, চক্রাকারে প্রতি ৩৩ বছর পরপর হিজরি সন গ্রেগরিয়ন বছরের সঙ্গে সমন্বিত হয়। সেই কারণে রমজান মাস যেমন গরম কালে হয় তেমনি বসন্ত বা শীতেও হয়। তবে চক্রাকারে ঘুরে আসতে সময় লাগে। তিনি জানান, আর সাত বছর পরই রোজা হবে শীতের সুন্দর আবহাওয়ায়। এদিকে, পাকিস্তানেও আগামী ৬ জুলাই ঈদুল উল ফিতুর উদযাপিত হবে বলে দেশটির আবহাওয়া বিভাগের মহাপরিচালক জানিয়েছেন। ডেইলি পাকিস্তান তাদের এক প্রতিবেদনে একথা জানায়।

Post a Comment

Previous Post Next Post