আমিন জাহানঃ কুলাউড়ার অন্যতম সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের আয়োজনে আজ ২৩ জুন বৃহস্পতিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার ও সংবর্ধনার আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাকালীন যুগ্ন সাধারণ সম্পাদক সাঈদ খান শাওন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সাঈদ খান শাওন বলেন, "আমি সংবর্ধনা নিতে আসিনি কারণ ঘরের ছেলে কখনও সংবর্ধনা নিতে পারে না। আমি সারা বাংলার ছাত্র সমাজের অহংকার ছাত্র রাজনীতির প্রাণপুরুষ এস এম জাকির হোসাইন ভাইয়ের নেতৃত্বে দেশরত্ন শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে রাজপথে থাকতে চাই ও প্রিয় কুলাউড়া বাসির মুখ উজ্জ্বল করতে চাই।"
জামিল আহমেদ চোধুরীর সভাপতিত্বে ও আজিজুল ইসলাম উজ্জ্বলের পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন ডেইলি নিউ নেশন মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম. মছব্বির আলী, দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, সহ-সম্পাদক নাজমুল বারী সোহেল, মানব ঠিকানার স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিল, প্রবাসী আলাউদ্দিন আলী, সংবর্ধিত অতিথি সাঈদ খান শাওন, ব্যবসায়ী আব্দুল হান্নান অপু, সৈয়দ মামুনুর রশিদ হাসান, শেখ আসাদুর রহমান, আশফাক আহমেদ রবিন, ওবায়েদ রাবি, রাদি আল শফিক, এএফএম আবদুল্লাহ পলাশ, নাহিদ আহমেদ, রনি আহমেদ, আব্দুস সামাদ চৌঃ, মোক্তার আহমেদ, আব্দুল আলী রুমন, রুবেল আহমেদ, রাহাত চৌঃ, ফরহাদ, রায়হান সরোয়ার শুভ, তাওহীদ খান নাহিদ, রাসেল ও সৈয়দ সোহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন সোস্যাল কেয়ার অব নেশনের যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল কবির জাফর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আনিসুল ইসলাম, প্রচার সম্পাদক রাফে আবু রাযিন, সিনিয়র সদস্য মোহাইমিনুল ইসলাম চৌঃ মাহিন, সোহেল আহমেদ, ফযলে রাব্বি চৌঃ, সফি আহমেদ, আবু রোম্মান চৌঃ, আসিকুল ইসলাম বাবু, সায়েম আহমেদ, সৈয়দ আজিজুল ইসলাম, আমিন জাহান, শফিকুল ইসলাম আরিফ, আব্দুল মুনিম সাজেদ প্রমুখ।