স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া-জুড়ী সড়কের মানিক সিংহ এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেলো সৈয়দ আলী (৭০) নামের এক বৃদ্ধের। এসময় মোটরসাইকেল চালক ইসমাইল হোসেন (২৮) গুরুতর আহত হন। ২৬ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এদুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জুড়ী থেকে কুলাউড়াগামী একটি মোটর সাইকেল জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের মানিকসিংহ বাজার এলাকায় সড়কের পাশে থাকা সৈয়দ আলী’র ওপর ওঠে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাসিন্দা। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক ইসমাইল হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আলীকে মৃত ঘোষণা করেন এবং ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কুলাউড়া থানার এস আই আনোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।