স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া হাসপাতাল থেকে অজ্ঞাত পরিচয়ের (৪৫) এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ মে রাত সাড়ে এগারোটায় ওই মহিলাকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে সড়কের পাশে অজ্ঞান অবস্থায় পেয়ে হাসপাতালে ভর্তি করেন সাইফুর রহমান শাহীন নামে স্থানীয় এক যুবক। চিকিৎসাধীন অবস্থায় ২৬ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় মহিলা মারা যান। খবর পেয়ে রাত দশটার দিকে কুলাউড়া থানার এস আই আনোয়ার হোসেন হাসপাতাল থেকে অজ্ঞাত পরিচয়ের ওই মহিলার লাশ উদ্ধার করেন।
এব্যাপারে কুলাউড়া থানার এস আই আনোয়ার হোসেন বলেন, মহিলার পরিচয় সনাক্ত করা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।