জেএসসিতে টেলেন্টপুল বৃত্তি পেয়েছে জুড়ীর হাদী

জেএসসিতে টেলেন্টপুল বৃত্তি পেয়েছে জুড়ীর হাদী
তারেক হাসান: জুড়ী উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল হাদী জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার এই সফলতার পিছনে মা মানিক সিংহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসিদা বেগমের ও শিক্ষক শিক্ষিকার নিরলস পরিশ্রমের ফলাফল বলে মন্তব্য করে। হাদীর বাবা বশির আহমেদ প্রবাসে থাকেন সে বড় হয়ে ডাক্তার হতে চায় এবং গরীব, অসহায় মানুষের পাশে দাড়াতে চায়। উল্লেখ্য হাদী পিএসসি এবং জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

Post a Comment

Previous Post Next Post