তারেক হাসান: কুলাউড়া উপজেলার টিলাগাঁও, কর্মধা, পৃথিমপাশা, রাউৎগাঁও ও হাজীপুর ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশনের দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক কমিটি। সমাজ কর্মী আব্দুস সালাম চৌধুরীকে সভাপতি, তপন কান্তি দত্তকে সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী নয়ন লাল দেবকে সাংগঠনিক সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি মৌলভীবাজার মনসুন চাইনিজ রেষ্টুরেন্টে বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখা কতৃক আনুষ্টানিকভাবে এই আঞ্চলিক শাখা কমিটির অনুমোদন ঘোষনা করেন সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, এসময় উক্ত সংগঠনের জেলা ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সহ নবগঠিত আঞ্চলিক শাখার পক্ষে কমিটির সভাপতি আব্দুস সালাম চৌধুরী, সহ সভাপতি শামীম আহমদ, ডাঃ মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক তপন কান্তি দত্ত, সহ সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক নয়ন লাল দেব, অর্থ সম্পাদক মাহমুদুর রহমান মামুন ও মহিলা সম্পাদিকা রিনা দে উপস্থিত ছিলেন।