মন্ত্রিসভায় মিষ্টিমুখ করালেন রেলমন্ত্রী

মন্ত্রিসভায়  মিষ্টিমুখ করালেন রেলমন্ত্রী
নিউজ ডেস্কঃ সদ্য কন্যাসন্তানের বাবা হওয়ার আনন্দে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের মিষ্টিমুখ করালেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য মন্ত্রীদের কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাই ও সন্দেশ দিয়ে মিষ্টিমুখ করান রেলমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেয়া একাধিক সুত্র এতথ্য নিশ্চিত করেছে। বৈঠকে প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীরা প্রথমবার বাবা হওয়ায় মজিবুল হককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এক পর্যায়ে রেলমন্ত্রীর কাছে মেয়ের নাম রাখা হয়েছে কিনা এবং রাখলে কী রেখেছেন? তা জানতে চান শেখ হাসিনা। প্রত্যুত্তরে রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, “নাম এখনো রাখা হয়নি। সেটা আপনার জন্যে রেখে দিয়েছি।” তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “সন্তানের নাম রাখা মা-বাবার হক। নাম মা-বাবাকেই ঠিক করতে হয়।” এরপর রেলমন্ত্রীর মেয়ে হওয়ার খুশিতে একটি স্বরচিত কবিতা পাঠ করেন বিজ্ঞান ও প্রযক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এর আগে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তার স্ত্রী হনুফা আক্তার। ২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার মেয়ে হনুফা আক্তারকে বিয়ে করেন মুজিবুল হক। বছরের অন্যতম আলোচিত ঘটনা ছিল সেই জাঁকজমকপূর্ণ বিয়ে। বরযাত্রায় ছিল মন্ত্রী, এমপিসহ ৭০০ জনের বিশাল গাড়িবহর। পরবর্তীতে বিবাহোত্তর সংবর্ধনা হয়েছে ঢাকাতে।

Post a Comment

Previous Post Next Post