গ্রাম বাংলার কুপিবাতি(লেম) এখন শুধুই স্মৃতি

গ্রাম বাংলার কুপিবাতি এখন শুধুই স্মৃতি
গ্রাম বাংলার কুপিবাতি বা কুপি (লেম), এখন শুধুই স্মৃতি। গ্রাম বাংলার প্রতি গৃহের অতি প্রয়োজনীয় কুপি আজ বিলীন হওয়ার পথে। গ্রামের অমাবশ্যার রাতে মিটি মিটি আলো জ্বালিয়ে মানুষের পথচলার স্মৃতি এখনো সৃষ্টিশীলদের শিহরিত করে। একটা সময় ছিল যখন বাহারি ধরনের কুপিই ছিল মানুষের অন্ধকার নিবারণের একমাত্র অবলম্বন। কিন্তু কালের গহবরে কুপি বাতির স্থান দখল করে নিয়েছে বৈদ্যুতিক বাল্ব, চার্জারসহ আরও অনেক কিছুই। ফলে ক্রমে বিলীন হয়ে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যময় এই নিদর্শনটিও।
গ্রাম বাংলার কুপিবাতি এখন শুধুই স্মৃতি

Post a Comment

Previous Post Next Post