বিনোদন ডেস্কঃ
বিয়ে করছেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। পাত্র সিলেটের
ব্যবসায়ী পারভেজ মোহাম্মদ অপু। আগামীকাল বুধবার পারিবারিকভাবে তাদের চার
হাত এক করা হবে বলে জানা গেছে। মাহির
ঘনিষ্ঠ সূত্র জানায়, পারিবারিকভাবেই মাহির বিয়ের কথাবার্তা চূড়ান্ত
হয়। যদিও কয়েকমাস আগে একবার মাহির বিয়ের গুঞ্জন ওঠে। তখন মাহির এক
বন্ধুর সঙ্গে ছবি নিয়ে অনেকে ভুল বুঝেছিলেন। বিয়ে গোপন করার বিষয় না।
এখন পারিবারিকভাবে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে মাহি-অপুর আকদ্ সম্পন্ন হবে।
পরে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।