বেড়েছে মোবাইল ও ইন্টারনেট গ্রাহক

বেড়েছে মোবাইল ও ইন্টারনেট গ্রাহক
অনলাইন ডেস্ক: গত এপ্রিল থেকে ফের বাড়তে শুরু করেছে মোবাইল গ্রাহক। সংখ্যায় তা ১০ লাখেরও বেশি। সেই সঙ্গে বেড়েছে ইন্টারনেট গ্রাহকের সংখ্যাও। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী এপ্রিলে আগের মাসের তুলনায় কার্যকর সিম ১০ লাখ ৬৮ হাজার বেড়েছে। তবে সিটিসেল ও এয়ারটেল তাদের সংযোগ সংখ্যা বাড়াতে পারেনি।এপ্রিলে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বেড়েছে ৭ লাখের কিছু বেশি। আইএসপি বা ল্যান্ডফোনের সংযোগ এই মাসে ১ লাখ ৭ হাজার বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখ ১৯ হাজারে। তবে বরাবরের মতো ওয়াইম্যাক্সের গ্রাহক কমে দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজারে। এপ্রিল শেষে দেশে মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ২০ লাখ ৪ হাজারে। মার্চ শেষে এ সংখ্যা ছিল ৬ কোটি ১২ লাখ ৮৮ হাজার।উল্লেখ্য, এ বছর ফেব্রুয়ারির শেষে দেশে মোবাইল ফোনের গ্রাহক ছিল ১৩ কোটি ১০ লাখ ৮৫ হাজার। মার্চে আরো কমে এ সংখ্যা দাঁড়ায় ১৩ কোটি ৮ লাখ ৮১ হাজারে।

Post a Comment

Previous Post Next Post