কুলাউড়ায় শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা শুরু; প্রথম দিন অনুপস্থিত ১৮ জন

কুলাউড়ায় শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা শুরু; প্রথম দিন অনুপস্থিত ১৮ জন
মাহফুজ শাকিল: সারা দেশের মতো কুলাউড়ায়ও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ৩ এপ্রিল কুলাউড়ার ৩টি কেন্দ্রে (কুলাউড়া ডিগ্রি কলেজ, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ও লংলা আধুনিক ডিগ্রি কলেজ) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষার মধ্য দিয়ে দিনের প্রথম ভাগের পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় দুপুর ১টায়। কুলাউড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৭৪৪ জন পরীক্ষার্থী। তালিকাভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৫৪ জন। এর মধ্যে ৫৪৯ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৫ জন। কুলাউড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ৪৩৯ জন পরীক্ষার্থী, বরমচাল স্কুল অ্যান্ড কলেজের ১১৬ জন ও ইউসুফ গণি আদর্শ কলেজের ১৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৯৫০ জন পরীক্ষার্থী। তালিকাভুক্ত ৭০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯৯ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৮ জন পরীক্ষার্থী। ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে কুলাউড়া ডিগ্রি কলেজের ৬০৮ জন, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের ৯২ জন, ছকাপন স্কুল অ্যান্ড কলেজের ৮২ জন ও ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের ১৪৫ জন পরীক্ষার্থী মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। লংলা আধুনিক ডিগ্রি কলেজ কেন্দ্রে (ভেন্যু আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজ) পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৭১৫ জন পরীক্ষার্থী। তালিকাভুক্ত ৫৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৭ জন পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিল ৫ জন পরীক্ষার্থী। লংলা আধুনিক ডিগ্রি কলেজ কেন্দ্রে একই কলেজের ৬০৪ জন এবং নয়াবাজার কেসি স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তিন কেন্দ্রে মোট ১৮ জন পরীক্ষার্থী প্রথম দিন অনুপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রকাশিত সময়সূচি অনুযায়ী ৯ জুন এইচএসসি তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ১১ জুন থেকে ২০ জুনের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Post a Comment

Previous Post Next Post