আগামী ১৭ই এপ্রিল ফ্রান্সে বর্ষবরন উৎসব

আগামী ১৭ই এপ্রিল ফ্রান্সে বর্ষবরন উৎসব
ফ্রান্স সংবাদদাতাঃ বাঙালির প্রানের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে ব্যাপক প্রস্তুত গ্রহন করেছে ফ্রান্সের স্বরলিপী শিল্পী গোষ্ঠি । এ লক্ষে রোববার প্যারিসের ক্যাফে লুনাতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে এবং মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় আলোচনা করেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও আয়েবার মহাসচিব কাজি এনায়েত উল্ল্যা, উপদেষ্ঠা শরিফ আল মোমিন, সাত্তার আলী সুমন, সুব্রত ভট্টাচার্জ শুভ, তাপস বড়ুয়া রিপন, কামাল মিয়া, সহ সভাপতি ফিরোজ লস্কর, মোহিত আমহদ, সহ সাধারন সম্পাদক ভিকি রায়, অর্থ সম্পাদক সানী, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবিদ রহমান, নাজনিন হোসেন তানিয়া, রোমানা আহমদ, ডি জে রাফি, সুদিপ দাস, জহিরুল কবির ডালিম, সেলিম হোসেন প্রমুখ । সভা থেকে জানানো হয় আগামী ১৭ই এপ্রিল রবিবার ফ্রান্সের আইফেল টাওয়ারের পাদদেশে সর্বজনীন এই উত্সব অনুষ্ঠিত হবে । এবারের উৎসবে থাকবে মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ, পুঁথিপাঠ, নাচ-গান, কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মহিলাদের বালিশ খেলা । পুরো আয়োজনে থাকবে গ্রামীণ আবহের একটা অন্য রকম প্রতিচ্ছবি। উৎসবটি সফল ও সুন্দর করতে সকলে সার্বিক আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে সভা থেকে ।

Post a Comment

Previous Post Next Post