স্টাফ রিপোর্টারঃ তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল অনুযায়ী ০৬ এপ্রিল বুধবার ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। কুলাউড়া উপজেলার ৬টি ইউনিয়নে ৩ চেয়ারম্যান প্রার্থী ও ২ মেম্বার প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন কাদিপুর ইউনিয়নে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আব্দুল মোহিত বাবলু ও জাতীয় পার্টির সৈয়দ কৌশিক হোসেন এবং ভুকশিমইল ইউনিয়নে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মো. মানিক মিয়া। মেম্বার পদে মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন ভুকশিমইল ইউনিয়নে ৫নং ওয়ার্ডের ইলিয়াস আলী ও বরমচাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের পারভেজ আহমদ।
