বৈশাখী চারুকলা উৎসব শুরু সিলেটে

বৈশাখী চারুকলা উৎসব শুরু সিলেটে
নিউজ ডেস্কঃ সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বৈশাখী চারুকলা উৎসব-২০১৬ শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধন করেন ঢাকা আর্ট কলেজের অধ্যাপক শিল্পী অলকেশ ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহণ করেন শিল্পী অরবিন্দ দাসগুপ্ত, মুক্তিযোদ্ধা ও সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক নিজাম উদ্দিন লস্কও, রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্য্য, মদনমোহন কলেজের অধ্যক্ষ ডঃ আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট মেট্টোপলিটন পুলিশ এর উপকমিশনার রেজাউল করিম, নাট্যকর্মী শামসুল বাসিত শেরো। স্বাগত বক্তব্য রাখেন শামীম মজুমদার। এর আগে বিপুল শর্মার নির্দেশনায় সমবেত নৃত্যে পরিবেশন করেন ছন্দ নৃত্যালয়ের শিল্পীরা।

Post a Comment

Previous Post Next Post