একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন আরজিনা বেগম

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন আরজিনা বেগম
অনলাইন ডেস্কঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ সন্তানের মধ্যে আরও দুইজন মারা গেছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় দুই ছেলে মারা যায়। এর আগে, বুধবার রাত সাড়ে ৩টায় এক মেয়ে মারা যায়। হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচ সন্তানের মধ্যে এখন বেঁচে আছে এক ছেলে ও এক মেয়ে। অস্ত্রোপচারকারী চিকিৎসক হাসপাতালের সহকারী অধ্যাপক সিরাজুম মুনিরা ডেইজী জানান, জন্মের পর থেকেই বাচ্চারা রক্তশূন্যতায় ভুগছে। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত তিনজনকে বাঁচানো যায়নি। অন্য দুই বাচ্চা এখনও সুস্থ থাকলেও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে তিনি জানান। প্রসঙ্গত, বিয়ের ১২ বছর পর গত মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের ৫ সন্তানের মা হন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কিসামত শেরপুর গ্রামের সিরিকুল শেখের স্ত্রী আরজিনা বেগম (৩২)। সিরিকুল ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন।

Post a Comment

Previous Post Next Post