বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের থানার মাদক মামলার (জিআর-২৪১ রায়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী লিটন আহমদ (২৮) কে বুধবার রাতে পুলিশ কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার পূর্ব দৌলতপুর গ্রামের ফেচন মিয়ার পুত্র। থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকা থেকে বড়লেখা থানার এএসআই আমির হোসেনের নেতৃত্বে পুলিশ তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী লিটন আহমদকে গ্রেপ্তার করে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।