জাতির কাছে ক্ষমা চাইলেন শাহাদাত

জাতির কাছে ক্ষমা চাইলেন শাহাদাত
স্পোর্টস ডেস্কঃ গৃহপরিচারিকা নির্যাতনের দায়ে অভিযুক্ত ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন দেশবাসী ও ক্রিকেট বোর্ডের কাছে। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃতকর্মের জন্য ক্ষমা চান শাহাদাত। ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব বলেন, “আমি আমার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনুতপ্ত। পুরো দেশ ও জাতির কাছে ক্ষমা চাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টসহ সকল বোর্ড কর্মকর্তা ও আমার সহ-খেলোয়াড়দের কাছে ক্ষমা চাচ্ছি। মানুষ মাত্রই ভুল করে, আমিও ভুল করেছি।” আবেগাপ্লুত শাহাদাত আরও বলেন, “আমি বিশ্বাস করি, দেশকে, দেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়ার আছে আমার। ক্রিকেটের স্বার্থে, জীবিকা নির্বাহের স্বার্থে দ্রুতই ক্রিকেটে ফিরতে চাই। চলতি ঢাকা লিগ দিয়েই ফিরতে চাই মাঠে। দেশবাসী, ক্রিকেট বোর্ডসহ সবার কাছে মিনতি করছি, অতীতের ভুল শুধরে আগের শাহাদাত হয়ে ফেরার সুযোগ দেওয়ার জন্য।” মানবিক দিক বিবেচনা করে ক্রিকেটে ফিরতে দেওয়ার আর্জি জানিয়ে শাহাদাত যোগ করেন, ‘সবচেয়ে বড় কথা, ক্রিকেট বোর্ডের ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবনা। যখন আমি যখন ইনজুরিতে পড়েছিলাম তখন ক্রিকেট বোর্ডই আমাকে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছিল চিকিৎসার জন্য। বোর্ডের জন্যই আমি আজকের এই শাহাদত হোসেন।’ ঢাকা প্রিমিয়ার লিগের ড্রাফটে কোনো দল শাহাদাতকে না কিনলেও পরবর্তীতে মোহামেডান দলে ভেড়ায় তাকে। তবে তার মামলা বিচারাধীন থাকার কারণে বিসিবি তাকে লিগ খেলার অনুমতি দেয়নি। তাই খেলার মাঠে নামতে বিসিবির কাছে জোড়ালও আকুতি জানিয়েছেন এই পেসার। এদিকে, বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, পরবর্তী বোর্ড সভায় রাজিবকে লিগ খেলার অনুমতি দেয়া হবে কিনা বিষয়টি বিবেচনা করে দেখা হবে।

Post a Comment

Previous Post Next Post