লাউয়াছড়া জাতীয় উদ্যানে জ্যান্ত হরিণ গিলে ফেললো অজগর

লাউয়াছড়া জাতীয় উদ্যানে জ্যান্ত হরিণ গিলে ফেললো অজগর
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১৮ কেজি ওজনের একটি হরিণকে গিলে ফেললো অজগর। বৃহস্পতিবার বিকেলে লাউয়াছড়ার বনের কালাছড়ার চাউতলী বন বিটের ২ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।  অজগরের হরিণ খাওয়ার এ দৃশ্য দেখতে বন এলাকায় ভিড় লেগে যায়।  ঘটনাস্থল পরিদর্শন ও ভিডিও ধারন করা মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক (বন্যপ্রানী) মো. তবিবুর রহমান জানান, সাপটির খাওয়া শেষ না হওয়া পর্যন্ত ছিলাম। ঘটনাটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। প্রায়ই অজগর খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে যেত। এই ঘটনায় বলা যায় প্রাণিকূলের যে ইকো ব্যালেন্স তা ফিরতে শুরু করেছে। প্রায় তিন ঘণ্টায় ১৫ থেকে ২০ ফুট দৈর্ঘ্যের অজগরটি ১৬ থেকে ১৮ কেজি ওজনের একটি মাদি হরিণকে গিলে ফেলে।

Post a Comment

Previous Post Next Post