নিউজ ডেস্ক: রেলের ভাড়া বৃদ্ধি নয় যাত্রী সেবার মান বৃদ্ধি, বগি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজরের রেল রক্ষা অভিযাত্রা পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। সপ্তাহব্যাপি কেন্দ্রীয় কমিটির এই অভিযাত্রার শেষ দিনে শনিবার দুপুর ১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জলি পালের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লাবলু, বাসদের আব্দুর রাজ্জাক, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলীমেষ ঘোষ বলু, বাসদ জেলা কমিটির সমন্বয়ক মইনুর রহমান মগনু, বাংলাদেশ যুব ইউনিয় মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি মাসুক মিয়া, কবি জাবেদ ভুইয়া, ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি মিটন দেবনাথ, ছাত্র ইউনিয়নের কনক দেবনাথ। এসময় বক্তারা বলেন, নিরাপদ গণপরিবহন হিসেবে রেল পৃথিবীর বিভিন্ন দেশে প্রধান মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত। কিন্তু আমাদের দেশে জনপ্রিয় এই পরিবহনকে লুটপাটের অন্যতম ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে। সিপিবি-বাসদের দেয়া ৭দফা বাস্তবায়ন করে রেলকে রক্ষার দাবি জানান তারা। এদিকে শনিবার বিকেলে কুলাউড়া রেলওয়ে স্টেশনেও রেল রক্ষা অভিযাত্রা ও সমাবেশ করেছেন তারা। উপজেলা কমিটির সভাপতি প্রতাপ সিংহের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড আহসান হাবীব লাভলু, বাসদের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, সৈয়দ মোশারফ আলী, ছাত্র ইউনিয়ন কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক ফয়জুল হক।