মৌলভীবাজার-কুলাউড়া সড়কে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

 সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দূর্ঘটনায় রফিজ মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ১০ এপ্রিল রবিবার দুপুর ১টায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা এলাকায় ঘটে। নিহত রফিজ মিয়া উপজেলার মনসুর নগর ইউনিয়নের মহলাল গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২টি সিএনজি চালিত অটোরিক্সা প্রতিযোগীতা করে অতিক্রম করতে চাইলে বাম পাশে থাকা অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলেই ঘটনাস্থলেই তিনি মারা যান এবং অটোরিক্সাটি ধুমরে মুচরে যায়। এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেতের সাথে যোগাযোগ করলে তিনি সড়ক দূর্ঘটনার কথা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post