তারেক হাসানঃ কুলাউড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গতকাল ১২ এপ্রিল মঙ্গলবার সকালে মৎস্য সংরক্ষন আইনে সাড়ে ৭কেজি জাটকা ইলিশ মাছ আটক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহসিনা বেগম। গোপন সংবাদের ভিত্তিতে শহরের দক্ষিনবাজার মাছ বাজারে জাটকা ইলিশ মাছ বিক্রি করার সময় অভিযান চালিয়ে সাড়ে ৭কেজি জাটকা ইলিশ আটক করা হয়। এসময় ইলিশ বিক্রয়কারীরা মাছ ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে আটকৃত জাটকা এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য অফিসার জনাব সুলতান মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসারের স্টেনো বিনয় চন্দ্র দেব ও কুলাউড়া থানা পুলিশ ফোর্স।