কুলাউড়ায় ওপেন হাউজ ডে অনুষ্টিত

কুলাউড়ায় ওপেন হাউজ ডে অনুষ্টিত
তারেক হাসানঃ কুলাউড়া থানা পুলিশের আয়োজনে গতকাল ১২এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় ওপেন হাউজ ডে অনুষ্টিত হয়। কুলাউড়া পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ জাহিদুল ইসলাম। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার, কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে আব্দুল জলিল জামাল ও আব্দুস সহিদ বাবুল, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু আলী রাজুম, দৈনিক দিনকাল প্রতিনিধি মুক্তাদির হোসেন, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, সাপ্তাহিক পুর্বদিক প্রতিনিধি নাজমুল ইসলাম, সাংবাদিক শরিফ আহমদ ও শাহবান রশীদ চৌধুরী সহ পৌর কাউন্সিলরবৃন্ধ প্রমুখ। অনুষ্টানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর কাউন্সিলর লোকমান মিয়া। এ সময় ব্যবসায়ী,সাংবাদিক ও পরিবহন নেতৃবৃন্দরা উপজেলার নানা সমস্যা তুলে ধরেন।

Post a Comment

Previous Post Next Post