নিউজ ডেস্কঃ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- এটির উৎপত্তিস্থল ভারতের মেঘালয়ে এর মাত্রা ছিলো ৪ দশমিক ৬। আবহাওয়া অধিদপ্তরের গবেষকরা জানান- স্থানীয় সময় বেলা ১ টা ৪২ মিনিটে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভূ-কম্পন অনুভূত হয়। ভূ-কম্পনের মাত্রাটি মৃদু এবং এর স্থায়িত্ব ছিলো ১ মিনিটেরও কম সময়। এখন পর্যন্ত মৃদু এই ভূমিকম্পে দেশের কোথাও কোনো ক্ষয়-ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
