কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত-৪

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত-৪
এম শাহবান রশীদ চৌধুরী: কুলাউড়া-মৌলভীবাজার সড়কের মিশন এলাকায় রবিবার (৩এপ্রিল) বিকেলে মৌলভীবাজার থেকে কুলাউড়াগামী মৌলভীবাজার থ-১২-১৬৮৭ সিএনজি (অটোরিক্সা) গাছের সাথে ধাক্কা খেয়ে চালকসহ ৪ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন জুড়ী নয়াবাজার বড়ধামাই এলাকার মৃত ইনছাফ মিয়ার পুত্র বলাই মিয়া (৩০), তার স্ত্রী শাবানা বেগম (২০), সিএনজি চালক মৌলভীবাজার বর্শিজুরা এলাকার রুকন মিয়ার পুত্র মুমিত মিয়া (২০) ও জুড়ী এলাকার মুর্তুজ আলীর পুত্র মাহফুজ (২৫)। দুর্ঘটনার খবর পেয়ে কুলাউড়া ফায়ার ষ্টেশনের ইনচার্জ দেওয়ান আলীর নেতৃত্বে ফায়ার কর্মীরা আহতদের উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে ভর্তি করেন।

Post a Comment

Previous Post Next Post