বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে সোমবার উপজেলা স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক ও ভলান্টারী অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভলপমেন্টের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও ভার্ডের উপজেলা ব্যবস্থাপক মিজানুর রউফের পরিচালনায় স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আক্তার, ডা. বিশ্বজিৎ দাস, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রজত কান্তি গুপ্ত, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, তপন কুমার দাস, এজে লাভলু, হীড বাংলাদেশ প্রতিনিধি তরণী রুদ্র পাল, সুলতান আহমদ, রুমানা বেগম প্রমূখ।