নিউজ ডেস্কঃ দীর্ঘদিন ধরে সংস্কার না করায় মৌলভীবাজারের মনু নদী সেচ প্রকল্পের বেশ
কয়েকটি স্লুইস গেট অকেজো হয়ে পড়েছে। আর পর্যাপ্ত পানির প্রবাহ না থাকায়
দিনদিন ভরাট হয়ে যাচ্ছে গেট সংলগ্ন খালগুলো। এতে জমি চাষে পর্যাপ্ত পানি
পাচ্ছেন না কৃষকরা। তবে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহে কোন সমস্যা নেই বলে দাবি প্রকল্পটির নির্বাহী কর্মকর্তার। মৌলভীবাজারের
রাজনগর উপজেলায় ১৯৮৩ সালে চালু হয় মনু নদী সেচ প্রকল্প। প্রকল্পটির প্রায়
৪০ কিলোমিটার ক্যানেলের মাধ্যমে পানি দিয়ে চাষাবাদ করা হয়। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে এসব ক্যানেলের অধিকাংশ স্লেইসগেট অকেজো হয়ে পড়েছে। অন্যদিকে
পলি জমে ভরাট হয়ে যাওয়ায় বেশ কয়েকটি ক্যানেলে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ
হয়ে গেছে। এতে ক্যানেল সংলগ্ন বেশ কিছু ফসলি জমি পরিণত হয়েছে গো-চারণ
ভূমিতে।এদিকে পর্যাপ্ত পানি সরবরাহের অভাবে কৃষকরা সঠিকভাবে ফসল ফলাতে পারছেন না বলে দাবি জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান। তবে এ ব্যাপারে একমত নন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রব। মৌলভীবাজারকে
বর্ষায় বন্যার হাত থেকে রক্ষা এবং শুষ্ক মৌসুমে পানি সরবরাহের মাধ্যমে
কৃষি কাজের সুবিধার্থে শহরতলীর মাতার কাপন এলাকায় প্রায় ১শ' কোটি টাকা
ব্যয়ে চালু হয় মনুনদী সেচ প্রকল্প।