নাজমুল ইসলাম: আগামী ২০ এপ্রিল বুধবার হযরত শাহ সর্দার মুহাম্মদ (রহঃ) এর ঈসালে সওয়াব উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্টিত হবে। কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে আমতৈল গ্রামে হযরত শাহ সর্দার মুহাম্মদ (রহঃ) এর মাজার শরীফ সংলগ্ন মাঠে দুপুর ২ টা থেকে মধ্যরাত পর্যন্ত এ মাহফিল অনুষ্টিত হবে। প্রধান অতিথির বয়ান পেশ করবেন ছাহেবজাদায়ে ফুলতলী হযরত আল্লামা কমর উদ্দিন চৌধুরী। আমতৈল ঈসরাইল আলী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হযরত আলহাজ্ব হাফিজ আব্দুল মান্নান ও আমতৈল জামে মসজিদের খতিব হযরত মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বয়ান পেশ করবেন চান্দগ্রাম ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ হযরত মাওঃ শিহাব উদ্দিন, প্রধান বক্তার বয়ান পেশ করবেন সিলেট জালালপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা জ.উ.ম. আব্দুল মুনঈম মনজলালী, বিশেষ বক্তার বয়ান পেশ করবেন হযরত মাওলানা আব্দুল আহাদ জিয়াদী, বাবনিয়া নিজামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হযরত মুফতি আহসান উদ্দিন প্রমুখ। এছাড়া আরও স্থানীয় উলামায়ে কেরামগন ওয়াজ পেশ করবেন। উক্ত ওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখারাতের অশেষ কামিয়াবী হাসিল করার জন্য ওয়াজ পরিচালনা কমিটি মুসলমান ভাইদের অনুরুধ জানিয়েছেন।