কুলাউড়ায় আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে পেশিশক্তি ব্যবহারের অভিযোগ ৩ প্রার্থীর

কুলাউড়ায় আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে পেশিশক্তি ব্যবহারের অভিযোগ ৩ প্রার্থীর
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে পেশি শক্তির অভিযোগ করেছেন ৩ প্রার্থী। ১৭ এপ্রিল রোববার প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে এই লিখিত অভিযোগ করেন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কমর উদ্দিন আহমদ কমরু, বিএনপি প্রার্থী রুমেল খান ও ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ খালিক মিয়ার লিখিত অভিযোগ থেকে জানা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রব মাহবুব নির্বাচনী ফলাফল নিজের অনুকুলে নিতে যা করা প্রয়োজন তাই করবেন বলে প্রচার করছেন। পেশীশক্তি প্রয়োগ করে কেন্দ্র দখল করতে ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে কমিটি গঠন করছেন। তাছাড়া ভোটের দিন বিশৃঙ্খলা সৃস্টি করে ভোট বন্ধ করার চক্রান্ত করছেন। এতে ভোটের দিন আইন শুঙ্খলার অবনতি ও প্রাণহাণির আশঙ্কা করছেন অভিযোগকারীরা। এর ফলে সাদারণ ভোটাররা আতঙ্কে রয়েছেন। ফলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জয়চন্ডী ইউনিয়নের সবক’টি ভোট কেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদারেরও আবেদন জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post