সিম নিবন্ধনে আরো একবছর সময় পাচ্ছেন প্রবাসীরা

সিম নিবন্ধনে আরো একবছর সময় পাচ্ছেন প্রবাসীরা
অনলাইন ডেস্কঃ আঙুলের ছাপে (বায়োমেট্রিক পদ্ধতি) সিম নিবন্ধনে আরো একবছর সময় পাচ্ছেন প্রবাসীরা। গত রোববার টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে বিটিআরসিসহ সকল মোবাইল অপারেটরকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছে। তবে প্রবাসীদের দিয়ে অবৈধভাবে কেউ সুবিধা নিলে তার শাস্তি কি হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে তারানা হালিম মঙ্গলবার বলেন, বিদেশে যেসব বাংলাদেশি আছেন, তাদের জন্য একটি নির্দেশ দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধিনের জন্য তাদের যেন এক বছরের সময় দেয়া হয়। তিনি আরো বলেন, প্রবাসীদের এক বছরের মধ্যে সিমটি নিবন্ধন করে নিতে হবে। প্রবাসীদের মাধ্যমে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান অন্যায়ভাবে সুবিধা নেয়ার বিষয়টিকে কটোর ভাবে দমন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

Post a Comment

Previous Post Next Post