বিনোদন ডেস্কঃ সাফার ময়নার মা হয়ে উঠার কাহিনী শুনুন তার নিজের মুখেই- "কাণ্ডটা হয়েছে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিশেষ প্রচারাভিযানের জন্য তৈরি একটি বিজ্ঞাপনচিত্র করতে গিয়ে। বিজ্ঞাপনে দেখা যায়, বাজিতে হেরে গিয়ে আমি নিজের নাম বদলে ‘ময়নার মা’ হয়ে যাই! আর এটা নিয়ে এখন রাস্তায়, শপিংয়ে কিংবা বন্ধুদের আড্ডায় অনেকেই আমাকে ময়নার মা বলেই ডাকতে শুরু করেছেন। শুনতে ভালোই লাগে। বোঝা যায়, সংলাপটি সবার মুখে মুখে পৌঁছে গেছে।"