কুলাউড়ায় মাতাল ছেলেকে পুলিশে দিলেন পিতা

 কুলাউড়ায় মাতাল ছেলেকে পুলিশে দিলেন পিতা
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নে মাদকাসক্ত ছেলে মানিক মিয়া (২৮) গত শনিবার গভীর রাতে পুলিশের হাতে তুলে দিয়েছেন পিতা।রোববার ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামের দিলু মিয়ার ছেলে সিএনজি চালিত অটোরিক্সা চালক মানিক মিয়া (২৮) প্রতিদিন মদ খেয়ে বাড়ীতে এসে পরিবার ও এলাকার লোকজনকে উক্তত্য করে। শনিবার রাতে মদ খেয়ে এসে মাতলামির এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে তার পিতা দিলু মিয়া এলাকার লোকজনের সহযোগিতায় আটক করে কুলাউড়া থানায় নিয়ে এসে পুলিশের কাছে তুলে দেন।রোববার উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তাকে একমাসের কারদন্ড প্রদান করেন। পরে পুলিশ তাকে মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করে।কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post