নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার ৬ টি ইউনিয়নে আগামী ৭ মে অনুষ্ঠিতব্য ৪র্থ ধাপের নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে। চূড়ান্ত প্রার্থীরা হলেন, কর্মধা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য এমএ রহমান আতিক, পৃথিমপাশা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মান্নান, টিলাগাঁও ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মালিক, হাজীপুর ইউনিয়নে ওদুদ বখ্স, শরীফপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু, ভাটেরা ইউনিয়নে সৈয়দ নজরুল ইসলাম।
