![]() |
Add caption |
স্টাফ রিপোর্টার: ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীণ বাংলা সংবাদপত্র দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন সাপ্তাহিক কুলাউড়ার সংলাপের সাহিত্য সম্পাদক, সিলেট নিউজ অনলাইনের প্রধান বার্তা সমন্বয়কারী ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের প্রচার ও প্রকাশনা সম্পাদক চয়ন জামান। গত ৩০ মার্চ (বুধবার) সন্ধ্যায় সিলেটের জিন্দাবাজারে দৈনিক যুগভেরীর কার্যালয়ে পত্রিকার নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা চয়ন জামানকে স্টাফ রিপোর্টারের পরিচয়পত্র (আইডি কার্ড) আনুষ্ঠানিকভাবে প্রদান করেন। স্টাফ রিপোর্টার হিসেবে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগীতা কামনা করেছেন। প্রসঙ্গত, ২০ মার্চ ২০১২ থেকে ২৯ মার্চ ২০১৬ পর্যন্ত তিনি দৈনিক যুগভেরীতে নিজস্ব সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।