স্পোর্টস ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের জন্য নতুন জার্সি উম্মোচন করেছে বিসিবি। শনিবার মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের হাতে নতুন জার্সি তুলে দেওয়া হয়। প্রতিবারের মতো এবারেও নতুন টুর্নামেন্টকে সামনে রেখে জার্সিতে আনা হয়েছে পরিবর্তন। তবে লাল-সবুজ দলের নতুন জার্সিতে লাল রঙটাই বেশি জায়গা করে নিয়েছে। আগামী ৮ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা। তাই প্রকাশ পেলো মাশরাফি বাহিনীর বিশ্বকাপ জার্সি। তবে তা প্রথম রাউন্ডের ম্যাচের জার্সি কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে জার্সি উম্মোচনের পর একটি ছবিও প্রকাশ করা হয়। যেখানে রয়েছেন মাহমদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম।
