চিরকুটের গান শুনবেন ওবামা পরিবার!

চিরকুটের গান শুনবেন ওবামা পরিবার!
বিনোদন ডেস্কঃ বাংলাদেশের চিরকুট ব্যান্ডের গান শুনবেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার পরিবার। জানা গেছে, প্রতিবছর যুক্তরাষ্ট্রের অস্টিনে আয়োজন করা হয় সংগীত ও চলচ্চিত্র উৎসব ‘সাউথ বাই সাউথওয়েস্ট’ (এসএক্সএসডব্লিউ)। এতে এবার অংশ নিচ্ছে দুই হাজার ৩০০ মতো ব্যান্ড। এর মধ্যে থাকছে বাংলাদেশের চিরকুটও। ব্যান্ডের গায়িকা সুমি বলেন, ১১ মার্চ উৎসবের উদ্বোধন করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার পরিবার। ১৬ তারিখে আমাদের প্রথম শোটি তার দেখার সম্ভাবনা আছে তাদের। আগামী সপ্তাহে ব্যান্ডের সদস্যরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন। উৎসবে অংশ নেওয়া ছাড়াও এক মাসের এই সফরে চিরকুট দেশটির বেশ কয়েকটি স্থানে সংগীত পরিবেশন করবে।

Post a Comment

Previous Post Next Post