কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলাধীন ব্রাহ্মনবাজারস্থ মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের উদ্দ্যোগে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজে সোমবার ফ্রি স্কুল স্বাস্থ্য প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যাপক মোঃ জয়নাল আবেদীন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল আহবাব চৌধুরী শাহজান, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফজলুল হক,মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের এ্যডমিন বেলাল আহমদ চৌধুরী,এইচপিও মো: সাইফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রউফ চৌধুরী, মো: আনার উদ্দিন, মো: আইয়ুব খাঁন, মো: মাহতাব মিয়া, মো: আতিকুর রহমান ও প্রভাষক,শিক্ষক ও শিক্ষিকা এবং হাসপাতালের কর্মচারী মঞ্জুরুল আলম,রুজেল আহমদ প্রমুখ। অনুষ্টানে প্রতিষ্টানের সহস্রাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে টুথ ব্রাশ,ক্রিমিনাশক ট্যাবলেট,মাক্স,সান্স ক্রীম বিতরণ করা হয়।উল্লেখ্য মুসলিম এইড হাসপাতালের স্কুল স্বাস্থ্য প্রোগ্রামের মাধ্যমে এ পর্যন্ত ১৯টি প্রাথমিক বিদ্যালয় ও ১০ টি স্কুল এন্ড কলেজে প্রায় সাত হাজার ছাত্র ও ছাত্রীদের মাঝে টুথ ব্রাশ, ক্রিমিনাশক ট্যাবলেট,মাক্স, সান্স ক্রীম,শ্যাম্পু বডি লোশন ইত্যাদি বিতরণ করা হয় ।