স্টাফ রিপোর্টারঃ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) নির্মিত কুলাউড়া উপজেলাসহ ১২৫টি আইসিটি এন্ড ট্রেনিং সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই)-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানটি বড় পর্দা/প্রজেক্টরের মাধ্যমে কুলাউড়া উপজেলা আইসিটি এন্ড ট্রেনিং সেন্টার সম্মুখে প্রচার করা হয়েছে। প্রায় ১কোটি টাকা ব্যয়ে কুলাউড়া উপজেলা পরিষদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) নির্মিত কুলাউড়া উপজেলা আইসিটি এন্ড ট্রেনিং সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) স্থাপন করা হয়েছে। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় ছাড়াও একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কম্পিউটার ল্যাব, সাইবার সেন্টার স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রে ২৪টি কম্পিউটার, ১টি সার্ভার, প্রিন্টার, ইউপিএস, এয়ারকন্ডিশনার এবং অত্যাধূনিক ফিটিংসসহ আসবাবপত্র রয়েছে। এই সেন্টারের মাধ্যমে নিয়মিতভাবে আইসিটি বিষয়কসহ বিভিন্ন বিষয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হবে। ১ম ব্যাচের প্রশিক্ষণও ২ মার্চ থেকে শুরু হয়েছে। স্থানীয়ভাবে এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়রম্যান নারী নেত্রী নেহার বেগম, মাধ্যসিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার,উপজেলা অফিসার্সক্লাবের সাধারন সম্পাদক ডাঃ সুলতান আহমদ, কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদিপ ভট্টাচার্য্য, লঙলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, আলী আমজদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনেয়াজ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, মাহতাব-ছায়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুর রহমান,সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, মাধ্যমিক একাডেমীর সুপার ভাইজার শফিকুল ইসলামসহ বিভিন্ন সকরকারী -বেসরকারী কর্মকর্তা ,স্কুল শিক্ষকগন উপস্থি ছিলেন। পরে উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম আইসিটি বিষয়কসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ১ম ব্যাচের প্রশিক্ষক্ষের উদ্বোধন করেন।