আমিন জাহানঃ আজ (রবিবার) এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। উত্তেজনাকর এই ম্যাচটি কুলাউড়া রেলওয়ে স্টেশনে বড়পর্দায় (জায়ান্ট স্ক্রিন) দেখার ক্রীড়াপ্রেমীদের সুযোগ করে দিচ্ছে কুলাউড়া ইউনাইটেড রয়েলস ক্লাব। এ আয়োজনের মুল উদ্যোক্তা ক্লাবের বোর্ড চেয়ারম্যান মো: আজাদ আহমদ বলেন, এই ফাইনালকে ঘিরে তরুণ প্রজন্মের মধ্যে যে আবেগ আর উৎসাহ, তা আরো উদ্দীপনাময় করার জন্যই এই আয়োজন। তিনি বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ বড়পর্দায় দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানান।
