কমলগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন; আনন্দ মিছিল

কমলগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন; আনন্দ মিছিল
নিউজ ডেস্কঃ কমলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩ মার্চ বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ স্বাক্ষরিত পত্রে ছাত্রদল নেতা গোলাম রব্বানী তৈমুরকে কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও আবু জলিল জুনেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুস্তাকিমুর রহমান রুবেলকে যুগ্ম আহ্বায়ক করে ১৪ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা, মামুনুর রহমানকে আহ্বায়ক, চৌধুরী মোহাম্মদ মবু ও খালেদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ পৌর ছাত্রদল এবং কাজী ফয়সলকে আহ্বায়ক ও জাফর সাদেক জামিকে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন করা হয়। আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য জেলা ছাত্রদলের পক্ষ থেকে স্ব-স্ব আহ্বায়ক কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে। কমলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন করায় আনন্দ মিছিল করেছে ছাত্রদল। শুক্রবার রাত সাড়ে ৭টায় ভানুগাছ বাজারে ছাত্রদলের আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভানুগাছ চৌমুহনা চত্বরে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আনন্দ মিছিলটি শেষ হয়।

Post a Comment

Previous Post Next Post