স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া ভুকশিমইলের মুক্তাদিপুর (বর্তমানে বরবচালের উত্তরভাগ) মধু মিয়ার ছেলে মোঃ
জাহাঙ্গির আহমদ (৩৩) গত ৬ মার্চ রোববার জেদ্দায় অবস্থিত সৌদি ক্যাবল কোম্পানীর ফ্যাক্টরিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় ইন্তেকাল
করেন। পারিবারিক সূত্রে জানা যায়, ৬ মার্চ রোববার তাঁরা জাহাঙ্গীরের সহকর্মীদের কাছ থেকে মোবাইলে দুর্ঘটনার খবর পান। তাঁর স্ত্রী ও মাসাদ আলম (৫) ও সারহাদ আলম (২) নামে দুটি শিশুপুত্র রয়েছে। মরদেহ দেশে আনার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে যোগাযোগ করছে তাঁর পরিবার। নিহত জাহাঙ্গীরের বড় ভাই বাচ্চু ও শ্যালক ইমরান হোসেন রবিবার সন্ধ্যা ৭টায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকতেন। তিনি সেখানে সৌদি ক্যাবল নামে একটি কোম্পানীতে কর্মী হিসেবে কাজ করতেন। রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে সৌদির জেদ্দায় অবস্থিত সৌদি ক্যাবল কোম্পানীর ফ্যাক্টরির দোতলায় ক্যাবল লাইন টানার সময় টিনের ছাদ থেকে ফ্যাক্টরি মেশিনের ওপর পড়ে গেলে শর্ট সার্কিট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কুলাউড়ার প্রবাসী জাহাঙ্গির সৌদিতে নিহত
