কুলাউড়ায় সিপ’র কর্মশালা অনুষ্টিত

 কুলাউড়ায় সিপ’র কর্মশালা অনুষ্টিত
তারেক হাসান: ‘শিশু পাচার প্রতিরোধে কমিউনিটিকে শক্তিশালীকরণ ও নেটওয়ার্কিং প্রকল্পের (পিসিটিএসসিএন) আওতায় ‘সোশ্যাল ইকোনমিক এনহান্সমেন্ট প্রোগ্রাম (সিপ) নামের একটি বেসরকারি সংস্থার আয়োজনে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা গতকাল ০৬ মার্চ রোববার দুপুর ১২টায় অনুষ্টিত হয়। কুলাউড়া উপজেলা পাবলিক লাইব্রেরীতে ‘ট্যারে ডেস হোমস নেদারল্যান্ডস’ নামের একটি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় অনুষ্টিত কর্মশালার উদ্বোধন করেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। কর্মশালার আলোচক সিপ’র পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) জাহিদ হোসেন, প্রকল্প সমন্বয়কারী মহসিন উদ্দিন সুমন ও ঢাকা আহছানিয়া মিশনের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী বজলুর রশিদ বলেন, দেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলা মানব ও শিশু পাচারের জন্য ঝুঁকিপূর্ণ। কর্মশালায় তারা আরোও বলেন ২০০১ সালে দেশে ৭হাজার ৯০৪টি মানব পাচারের ঘটনা ঘটে। ২০১০ সালে বৃদ্ধি পেয়ে তা ১১ হাজার ৮৭৬টিতে। ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রায় দুই লাখ মেয়েকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতিবেশী দেশগুলোতে নিয়ে পতিতাবৃত্তিতে নিয়োজিত করা হয়। কর্মশালায় অংশগ্রহনকারীরা অভিমত প্রকাশ করে বলেন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ বাস্তবায়নের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং এবং শিশু পাচার ও শিশুদের সুরক্ষায় জনপ্রতিনিধি, গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান করা হয়। কর্মশালায় ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post