এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সিটিএস মন্দিরে আর্থিক অনুদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সিটিএস মন্দিরে আর্থিক অনুদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
স্টাফ রিপোর্টারঃ সেবা, সুনাগরিকত্ব, সৌহার্দ্য এই তিন মূল মন্ত্রকে লালন করে এগিয়ে যাচ্ছে এপেক্স ক্লাব অব মৌলভীবাজার। গত ১৭ মার্চ কুলাউড়াস্থ ছামি ইয়ামি চায়নিজ বাংলা রেষ্টুরেন্টে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে একটি সৌহার্দ্য কার্যক্রম সম্পন্ন হয়েছে। এপেক্স বাংলাদেশের ২০১৬ বর্ষের এন.ভি.পি. এপে: খুরশিদ উল আলম অরুনকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের প্রেসিডেন্ট ডা: হেমন্ত চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের লাইফ মেম্বার এপে: উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, ক্লাব পি.পি.বৃন্দ এপে: এ এফ এম ফৌজি চৌধুরী, এপে: তোফায়েল আহমদ ডালিম, এপে: আব্দুস সহিদ বাবুল, এপে: শহীদুল ইসলাম তনয়, আই.পি.পি. এপে: শাহীন আহমদ প্রমুখ।
তার পর পরই সংবর্ধিত ব্যক্তি এপে: খুরশিদ উল আলম অরুনকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
পরবর্তীতে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের প্রেসিডেন্ট ডা: হেমন্ত চন্দ্র পালের পৃষ্ঠপোষকতায় কুলাউড়ার পুশাইনগরস্থ সিটিএস মন্দিরের নির্মাণ কাজের জন্য ১০ হাজার এবং মন্দিরের দায়িত্বপ্রাপ্ত পুরোহিতকে ১ হাজার, সর্বমোট ১১ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও এপেক্স বাংলাদেশের পিপি এপে: হাসান ফেরদৌস জুয়েল গত ১৯ মার্চ দুপুর ১২টায় পাল ডেন্টাল কেয়ার সংলগ্ন হলরুমে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের এপেক্সিয়ানবৃন্দদের সাথে হৃদিক আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পক্ষ থেকে শ্রদ্ধাভাজন এপেক্স বাংলাদেশের পিপি এপে: হাসান ফেরদৌস জুয়েলকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
পৃথক দুটি অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অন্যান্য যে সকল এপেক্সিয়ানবৃন্দরা উপস্থিত ছিলেন তারা হলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে: শরিফ আহমদ, সেক্রেটারী এন্ড ডি.এন.ই এপে: শফিউল আলম সৌরভ, মে.এন্ড.এ.ডি এপে: জুবায়ের আহমদ সুহেল, পা.স্পি.এন্ড.ডি.ডি এপে: জাহাঙ্গীর আলম, সার্জেন্ট এ্যাট আর্মস এপে: সোহেল আহমদ, এক্টিভ ফ্লোর মেম্বারবৃন্দ এপে: মাওঃ আজিজুর রহমান, এপে: মোঃ আব্দুল বাছিত, এপে: মোঃ আব্দুল জলিল, এপে: আলতাফ হোসেন সুমেল, এপে: আবু মুসা খান প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post