কুলাউড়ায় রাইজিং স্টার আব্দুল হান্নান শিক্ষা ট্রাষ্ট্রের উদ্যোগে যুক্তরাজ্যের কমিউনিটি লিডার আব্দুর রহমানের সংবর্ধনা প্রদান

রাইজিং স্টার আব্দুল হান্নান শিক্ষা ট্রাষ্ট্র
আমিন জাহানঃ ১৯৯৫ সনের ১৬ ডিসেম্বর রাতে কতিপয় ছদ্মবেশী যাত্রীর চক্রান্তের ফাঁদে নিখোঁজ কিংবা অনন্তকালের আড়ালে চলে যাওয়া আব্দুল হান্নান ছিলেন সবার কাছের মানুষ, প্রানের মানুষ। জনসমাগম থেকে হারিয়ে যাওয়া নিপাট এ ভালমানুষের স্মরনে ২০০৪ সন হতে তার ভ্রাতাদ্বয়ের প্রতিষ্ঠিত রাইজিং স্টার আব্দুল হান্নান এডুকেশন ট্রাষ্ট যেভাবে প্রতিবছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে এককালীন মেধাবৃত্তির পাশাপাশি শিক্ষা উপকরণ বিতরণ অমিত প্রশংসার দাবীদার। যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, রাইজিং স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও রাইজিং স্টার আব্দুল হান্নান শিক্ষা ট্রাষ্ট্রের প্রধান পৃষ্ঠপোষক মোঃ আব্দুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এমনি অভিমত ব্যক্ত করেন।

২০ মার্চ রোববার সন্ধ্যা ৭টায় কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে বিশিষ্ট লেখক, কলামিষ্ট ও আব্দুল হান্নান এডুকেশন ট্রাষ্ট্রের চেয়ারম্যান এ এফ এম ফৌজি চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব একেএম জাবেরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইয়াকুব তাজুল মহিলা কলেজের উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভূট্টো, কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শামসুল ইসলাম। রাইজিং স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি উপাধ্যক্ষ ফরহাদ আহমেদের স্বাগত বক্তব্যের পর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাইজিং স্টারের লাইফ মেম্বার জেএ মিন্টু, তোফায়েল আহমদ ডালিম, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল অফিসিয়াল এপে: শহিদুল ইসলাম তনয়, এপেক্স ক্লাব অব মৌলভীবারের প্রেসিডেন্ট এপে: ডা: হেমন্ত চন্দ্র পাল, রাইজিং স্টার ক্লাবের সভাপতি প্রভাষক শরীফ আহমদ, সম্পাদক শফিউল আলম সৌরভ। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আলইসলাহ এর যুগ্ম সম্পাদক মোঃ জাকির হোসেন, রাইজিং স্টার ক্লাবের লাইফ মেম্বারবৃন্দ আশরাফ উদ্দিন চিনু, আব্দুল বাছিত, সিনিয়র সদস্য রাসেল আহমদ চৌধুরী, শাহজাহান আলম সাজু, শহীদুল আলম তারেক, সদস্য রাহিদ আলম নাঈম, আবু সায়হাম রুমেল, সাদমান কামাল প্রিতম, উৎস দেব প্রমুখ। আর্দ্র ও বারী হয়ে ওঠা কন্ঠস্বরে সংবর্ধিত অতিথি মোঃ আব্দুর রহমান বলেন আমার বড় ভাই আব্দুল হান্নানের জীবন ছিল নির্মেদ সারল্যে ভরপুর। এখনো তাঁর কথা মনে পড়লে ভিজে ওঠে চোখের পাতা। তিনি আরও বলেন, এ অনিত্য ইহজগতের পালা শেষ করে আমরা সবাই ওপারের বাসিন্দা হবো ঠিকই, কিন্তু রাইজিং স্টার আব্দুল হান্নান এডুকেশন ট্রাষ্ট এর এমনি মহৎ কার্যক্রম আমাদের পরিবারের পক্ষ থেকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অব্যাহত থাকার সর্বাত্মক প্রচেষ্ট করা হবে। সংবর্ধিত অতিথিকে এডুকেশনে ট্রাষ্টের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান শেষে নৈশ্যভোজের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।
রাইজিং স্টার আব্দুল হান্নান শিক্ষা ট্রাষ্ট্র

রাইজিং স্টার আব্দুল হান্নান শিক্ষা ট্রাষ্ট্র

রাইজিং স্টার আব্দুল হান্নান শিক্ষা ট্রাষ্ট্র

রাইজিং স্টার আব্দুল হান্নান শিক্ষা ট্রাষ্ট্র

রাইজিং স্টার আব্দুল হান্নান শিক্ষা ট্রাষ্ট্র
রাইজিং স্টার আব্দুল হান্নান শিক্ষা ট্রাষ্ট্র

Post a Comment

Previous Post Next Post