নিউজ ডেস্কঃ কুলাউড়ায় ৫ম শ্রেণীতে পড়–য়া সোহেনা বেগম (১১), নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, কুলাউড়ার জয়চন্ডি ইউনিয়নের গৌড়িশংকর এলাকার আব্দুল জলিলের স্ত্রী হোছনেয়ারা বেগম প্রতি দিনের মত ২৩ মার্চ বুধবার সকালে বাড়িতে মেয়ে সোহেনাকে একা রেখে অন্যের বাড়ীতে কাজ করতে যান। দুপুরে বাড়ীতে এসে ঘরের দরজা জানালা বন্ধ দেখে এক পর্যায়ে দরজা ভেঙ্গে গৃহে প্রবেশ করে সোহেনার ঝুলন্ত লাশ দেখে পুলিশ কে খবর দেন স্বজনরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানা এসআই আনোয়ার জানান সোহেনা গৌড়ি শংকর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
