ফ্রান্সের ক্যালেতে অভিবাসী-পুলিশ সংঘর্ষ

ফ্রান্সের ক্যালেতে অভিবাসী-পুলিশ সংঘর্ষ
অনলাইন ডেস্কঃ ফ্রান্সের ক্যালে বন্দরে অভিবাসীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশ ক্যালে বন্দরের ‘দ্য জঙ্গল’ খ্যাত অভিবাসী ক্যাম্প ভাঙতে গেলে এ সংঘর্ষ বাঁধে। খবর বিবিসির। খবরে বলা হয়, সংঘর্ষকালে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে বিক্ষিপ্ত অভিবাসীরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ। তাছাড়া সংঘর্ষকালে অভিবাসীদের ১২টি অস্থায়ী কুঁড়েঘর আগুনে পুড়ে যায়। অভিবাসীরা ব্রিটেনে যাবার চেষ্টায় অনেক দিন ধরে ওই শিবিরে তাবু গেড়ে অবস্থান করছিল। এদিকে ফরাসি সরকার অভিবাসীদের ওই শিবির থেকে সরিয়ে অন্যত্র পুনর্বাসন করতে চাচ্ছে। ক্যাম্পটিতে অবস্থানকারীদের অধিকাংশই মধ্যপ্রাচ্য, আফগানিস্তান এবং আফ্রিকা থেকে আগত। এরা অবৈধভাবে তথা মানবপাচারকারীদের সহয়তায় ব্রিটেনে প্রবেশের চেষ্টা করে আসছে। এদিকে শরণার্থীদের সঙ্গে এমন আচরণের বিষয়ে সতর্ক করে দিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান লেনার্দ ডয়েল বলেন, ‘জাতিসংঘের চুক্তি অনুযায়ী বিভিন্ন বাধ্যবাধকতা রয়েছে, মানবিক দায়বদ্ধতাও রয়েছে। অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের ভুললে আমাদের চলবেনা। তারা শরণার্থী হতে পারে কিন্তু তারা নিরুপায় হয়েই আরেকটি দেশের আশ্রয়প্রার্থী’। এসব শরণার্থীদের দেখাশোনা করা আমাদের কর্তব্য, তাদের ওপর জলকামান ছোড়ার বদলে তাদের সাহায্য করা উচিত’।

Post a Comment

Previous Post Next Post