মৌলভীবাজারের তাঁত শিল্প ধ্বংসের পথে

মৌলভীবাজারের তাঁত শিল্প ধ্বংসের পথে
নিউজ ডেস্কঃ আধুনিক প্রশিক্ষণ ও পুঁজির অভাবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুসলিম মণিপুরি পাড়ার তাঁত শিল্প আজ ধ্বংস প্রায়। বাপ-দাদা'র এই পেশা ধরে রাখতে হিমশিম খাচ্ছে এখন সেখানকার বাসিন্দারা। তাই সরকারি উদ্যোগের দাবি জানালেন তারা। এদিকে ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলার বিসিক কর্মকর্তা। তাঁতের খটাখট শব্দে এক সময় মুখরিত থাকতো কমলগঞ্জ মুসলিম মণিপুরি পাড়ার প্রতিটি ঘর। মেয়েরা হাতে হাত মিলিয়ে বুনতেন নিজস্ব শাড়ি, থ্রি-পিস, চাদরসহ রং-বেরংয়ের পোশাক। সময় গড়ানোর সাথে সাথে পর্যাপ্ত পুঁজি ও প্রশিক্ষণের অভাবে এখন আর নেই সে রমরমা অবস্থা। তাই ভালো নেই এই ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে জড়িত মানুষগুলো। তাঁতের প্রধান উপকরণ সুতার দাম বেড়ে যাওয়ায় শাড়ি বিক্রি করে এখন উৎপাদন খরচ ওঠাতেই হিমসিম খাচ্ছেন তারা। অবশ্য এই শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রয়োজনে পুঁজি বিনিয়োগের আশ্বাস দিলেন জেলার বিসিক কর্মকর্তা এ এইচ এম হামিদুল হক চৌধুরী। আর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক আহমদ জানালেন, সরকারি ঋণ প্রদানসহ প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের ১২শ' মুসলিম মণিপুরি পরিবারের ৯ হাজারের চেয়েও বেশি লোক এ তাঁত শিল্পের সঙ্গে জড়িত।

Post a Comment

Previous Post Next Post