নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার সিডনির বেলমোরে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে অপর এক বাংলাদেশি শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আশঙ্কাজনক। বুধবার পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। নিহতদের নাম পরিচয় আখনো জানা যায় নি।